সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: েচলমান বৈশ্বিক প্রাণঘাতী মহামারি নভেল করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। এতে করে সব রকম সভা – সেমিনার, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে একেবারে বন্ধ। আর এমন অস্বস্তিকর পরিস্থিতিতে গত বুধবার (১৪ এপ্রিল) ছিল বাংলা নববর্ষ- ১৪২৮ বঙ্গাব্দ। বাঙালির প্রাণের উৎসব। তাই এ উৎসবটি উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখা ভার্চুয়াল বর্ষবরণ- ১৪২৮ অনুষ্ঠানের আয়োজন করে।
ভার্চুয়াল বর্ষবরণ উৎসব পালন অনুষ্ঠানের শুরুতেই ‘আবাহন কথন’ শিরোনামে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি ড. আমির আলী আজাদ।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সদস্য কাজী আবুল হাসনাত, সৈয়দপুর শাখার সহ-সভাপতি মো. শফিউল ইসলাম রঞ্জু প্রমূখ। এর পর পরই বর্ষবরণ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, ইফ্ফাত আরা কলি, অধরা, অর্ণব, শাওনী, পলা, সহেলি, লাবিব ও পর্ণা। আর অনুষ্ঠানে অপু বিশ্বাস, ফারহানা, জ্যোতি,পর্ণা, রুদ্ধ,আরিফ আবৃত্তি করেন।
এছাড়া অনুষ্ঠানে শরীফ হোসেন মৃধা লালন সংগীত এবং পিয়ালী ও আরমান নৃত্য পরিবেশন করেন।
বাংলাদেশ উদীচী গোষ্ঠী গোষ্ঠী সৈয়দপুর শাখার ভার্চুয়ালি বর্ষবরণের পুরো অনুষ্ঠানটি স ালনা করেন সংগঠনের স্থানীয় শাখার সাধারণ সম্পাদক অপু বিশ্বাস।
উদীচী শিল্পীর গোষ্ঠী’র ফেসবুক আইডি থেকে বিকেল তিনটায় ভার্চুয়াল বর্ষবরণ অনুষ্ঠানটি শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলে। এতে উদীচীর সদস্যরা ভার্চুয়াল অংশ নিয়ে অনুষ্ঠানটি উপভোগ করেছেন।