কুম্ভমেলায় পাঁচ দিনে ১৭০০ জন করোনায় আক্রান্ত

0
246

খবর৭১ঃ ভারতে কুম্ভমেলায় গত পাঁচদিনে ১৭০০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। মহাকুম্ভে দুটি শাহী স্নানের পর এ সংক্রমণ দেখা দেয়। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আবহে সুপারস্প্রেডারের রূপ নিয়েছে হরিদ্বারের কুম্ভমেলা।

বৃহস্পতিবার হরিদ্বারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শম্ভু কুমার ঝাঁ এ তথ্য জানিয়েছেন। ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে পুণ্যার্থীদের জমায়েত কুম্ভমেলায় লাখো মানুষ সমবেত হয়।

তিনি জানিয়েছেন, কুম্ভমেলায় অংশ নেওয়া ভক্ত ও দর্শনার্থীদের একাধিক আখড়ায় আরটি-পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার ব্যবস্থা ছিল। ১০ থেকে ১৪ এপ্রিলের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭০১ জনের। আরও অনেকের ফলাফল হাতে আসা এখনো বাকি। এ কারণে করোনা শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১২ বছর পর পর এই কুম্ভমেলার আয়োজন করা হয়। কুম্ভমেলা চার জায়গায়। এগুলো হচ্ছে- হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগ।

এ বছর ১ এপ্রিল উত্তরাখণ্ডের হরিদ্বারে বসে কুম্ভমেলার আসর। জানা গেছে, ১ থেকে ২৮ এপ্রিলের মধ্যে ৩টি শাহি স্নানের দিন রয়েছে। প্রথম শাহি স্নান হয়েছে ১২ এপ্রিল, সেদিন সোমবতী অমাবস্যা। দ্বিতীয়টি ১৪ এপ্রিল এবং তৃতীয়টি ২৭ এপ্রিল হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here