তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা তালায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার, (১৩ এপ্রিল) সকালে তালায় জেলা পরিষদের সদস্যের অফিসে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলামের সার্বিক তত্তাবধানে জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেনের উদ্যোগে ৪ হাজার মাস্ক ও ১৫শ সাবান বিতরণ করা হয়। এ সময় ৬ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান,সাংবাদিক, সাধারণ মানুষর মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এ সময় জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন জনগণকে মহামারি করোনা থেকে বাঁচার জন্য স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার করার আহ্বান জানান।
তালায় করোনো সংক্রমণ রোধে অভিযান অব্যাহত ১২ মামলা ১৫ হাজার টাকা জরিমানা
সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের করোনো ভাইরাসের সংক্রমণ রোধে সাতক্ষীরার তালায় সাধারণ মানুষকে ঘরে ফেরাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
করোনা সংক্রমন প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলায় সুভাষিনী বাজার সীমান্তবর্তী স্থানে চেক পয়েন্টে করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলায় লকডাউনের আওতাভুক্ত বেশিরভাগ দোকান পাট বন্ধ থাকতে দেখা গেছে। তবে কিছু কিছু ব্যবসায়ী দোকানের শাটার বন্ধ করে পিছন দরজা দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। উপজেলার বিভিন্ন সড়কে দু’একটি ভ্যান ও মোটরসাইকেল ছাড়া কোন ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এসকল সড়কের গুরুত্বপূর্ন মোড় সমুহে কড়া পুলিশী প্রহড়া পরিলক্ষিত হয়েছে। যে সকল যানবাহন অপ্রয়োজনীয় ভাবে চলার চেষ্টা করছে তাদের মোটরযান আইনে মামলা ও জরিমানার আওতায় আনছে পুলিশ।
বৃহস্পতিবার, (১৫ এপ্রিল) দ্বিতীয় দিনে লকডাউনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান এর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দুইদিনে তালা উপজেলায় ১২ মামলা ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান ।