সৈয়দপুর প্রেসক্লাবের উদ্যোগে করোনা সামগ্রী বিতরণ

0
491

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে: সৈয়দপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে সৈয়দপুর প্রেসক্লাবের উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শহরের জনবহুল এলাকা প্রেসক্লাব চত্বর ও পাঁচমাথা সড়ক মোড়ে ওই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
গতকাল বেলা ১১টায় সৈয়দপুর প্রেসক্লাব চত্বরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি আমিনুল হক। এ সময় পথচারী, রিক্সা, ভ্যান ও অটোচালকসহ যাত্রীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এরপর শহরের পাঁচমাথা সড়ক মোড়ে একইভাবে তুলে দেয়া হয় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিলো মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজারের পট। বিতরণ অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতুসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here