কুয়েতে কর্মহীন হয়ে হতাশায় দিন কাটাচ্ছেন বাংলাদেশিরা

0
395

খবর ৭১: কুয়েতে করোনার প্রথম ঢেউের রেশ কাটতে না কাটতে এবার ছোবল দিয়েছে দ্বিতীয় ঢেউ। এতে অনেক প্রবাসী বাংলাদেশিই কর্মহীন হয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। এ অবস্থায় একদিকে বিমান চলাচল বন্ধ থাকায় প্রবাসীরা যেমন দেশে আসতে পারছেন না; অন্যদিকে ছুটিতে দেশে আসা অভিবাসীরা কুয়েতে ফিরতে পারছেন না।

এদিকে সেপ্টেম্বরের মধ্যে করোনার টিকা না নিলে প্রবাসীদের আকামা নবায়ন করা হবে না বলে জানানো হয়েছে।

সারা বিশ্বের মতো করেনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যন্ত কুয়েত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। করোনার লাগাম টানতে হিমশিম খাচ্ছে দেশটির স্থানীয় প্রশাসন।

এ অবস্থায় দেশটিতে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ বলবৎ রয়েছে। সেইসঙ্গে শপিংমলসহ রেস্টুরেন্টগুলো সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের বিধান রয়েছে। এতে কেনা-বেচা কমে যাওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। আর এর নেতিবাচক প্রভাব পড়েছে প্রাবাসী কর্মীদের ওপরও।

করোনা নিয়ন্ত্রণে নানা বিধি-নিষেধ আরোপের পাশাপাশি কুয়েতে ফাইজারের টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে টিকা না নিলে প্রবাসীদের আকামা নবায়ন করা হবে না।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৪ হাজার। অন্যদিকে করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩শ’র বেশি মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here