বছরে একবারের বেশি রক্ষণাবেক্ষণ ফি কাটতে পারবে না ব্যাংকগুলো

0
291

খবর৭১ঃ করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবার ক্ষুদ্র আমানতকারীদের সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যাদের অ্যাকাউন্টে দুই লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আমানত থাকে তাদের সঞ্চয়ী হিসাবের বিপরীতে বছরে একবারের বেশি রক্ষণাবেক্ষণ ফি কাটতে পারবে না। আগে বছরে দুইবার চার্জ কাটত ব্যাংকগুলো।

রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি এবং ক্ষুদ্র আমানতকারীদের ব্যাংকমুখী করার লক্ষ্যে গড় আমানত স্থিতির ওপর ভিত্তি করে সঞ্চয়ী হিসাবের বিপরীতে রক্ষণাবেক্ষণ ফি যৌক্তিকীকরণপূর্বক পুনঃনির্ধারণ করে দেওয়া হলো। পুনঃনির্ধারিত হার অনুযায়ী ব্যাংকসমূহ প্রতি ছয় মাস পর একবার অর্থাৎ বছরে দুইবার একটি হিসাব হতে কাউন্ট মেইননেন্যান্স চার্জ আদায় করতে পারে।

করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্ষুদ্র আমানতকারীদের আর্থিক প্রণোদনা প্রদান ও আমানত বৃদ্ধিতে উৎসাহিত করার লক্ষ্যে দশ লাখ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতিবিশিষ্ট সঞ্চয়ী হিসাবের বিপরীতে বছরে দুইবারের পরিবর্তে একবার কাউন্ট মেইননেন্যান্স চার্জ আদায় করার জন্য ব্যাংকসমূহকে নির্দেশনা প্রদান করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here