গাইবান্ধায় আ’লীগ নেতার বাসায় ব্যবসায়ীর লাশ

0
357
লাশ

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মাসুদ রানার (৪৬) বাসা থেকে হাসান আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জেলা শহরের খানকা শরিফ এলাকায় অবস্থিত উক্ত আ’লীগ নেতার বাসা থেকে ব্যবসায়ী হাসান আলীর মরদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আ’লীগ নেতা মাসুদ রানাকে আটক করা হয়েছে। ব্যবসায়ী হাসান আলী শহরের থানা পাড়ার বাসিন্দা। তিনি শহরে আফজাল সুজ নামে জুতা- সেন্ডেলের ব্যবসা করতেন।
সদর থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনরা মরদেহ দাফনে ব্যস্ত থাকায় এখনো (রাত পৌণে ৮টা) মামলা হয়নি। তবে, মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here