এ.এস. লিমন.রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক ৩ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত রাজারহাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। ১০ এপ্রিল শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামান, রংপুর বিভাগ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মো: ওহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগ কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো: মনিরুজ্জামান। ফায়ার ফাইটার রাজারহাট স্টেশনের (ভারপ্রাপ্ত) ইনচার্জ নুর-ই- আলমের স ালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো: আব্দুস ছালাম, যুগ্ন আহবায়ক সুমন কুমার রায় ও ছাত্রলীগ নেতা জাহানুর আলম সোহেল প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ রাজারহাট নবনির্মিত ফায়ার স্টেশন চত্বরে দুটি হাঁড়িভাঙ্গা আমগাছের চারা রোপণ করেন।