খবর৭১ঃ
কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি পয়েন্টে ভেসে উঠল বিশালাকার আরেকটি মৃত তিমি।
শনিবার সকালে মরা-পচা তিমিটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তিমিটি অনুমান সাত বছর বয়সী এবং ৪২ ফুট দীর্ঘ ৫ ফুট প্রস্থ হবে বলে ধারণা স্থানীয় জেলেদের।
স্থানীয়রা জানান, লকডাউনের কারণে সাগরে মাছধরার ট্রলার বন্ধ। তাই তিমিগুলো সহজেই তীরে ভেসে এসেছে।
অনেকে বলছে, বাংলাদেশের জলসীমায় সচরাচর এতো বিশালাকার তিমির দেখা মেলে না। শান্ত সাগরে কিভাবে পরপর মৃত তিমি তীরে ভেসে এলো এটির আসল রহস্য বিশেষজ্ঞরাই বের করতে পারবে।
এদিকে, সাগরে মৃত তিমি ভেসে আসার খবরে ছুটে গেছে স্থানীয় লোকজনসহ উৎসুক জনতা। এসময় এক নজর বিশাল আকারের মৃত তিমি দেখতে শুক্রবারের মত শনিবারও ফের ভিড় করে মেরিন ড্রাইভ সড়ক হয়ে চলাচলকারী গাড়ির যাত্রী ও সাধারণ পথচারীরা। সবার মাঝে দেখা দিয়েছে কৌতুহল। অনেকে তিমির পাশে ঘেঁষে ছবি তুলছে। লাইভ করছে গণমাধ্যমকর্মীরা।
এদিকে প্রত্যক্ষদর্শীদের মতামত, বঙ্গোপসাগরে জেলেদের হত্যার শিকার হচ্ছে এই বিশাল আকারের তিমি।
উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভস্থ হিমছড়ি পয়েন্টে শুক্রবার ভেসে আসা বিশাল আকারের মৃত তিমিটি কয়েক টুকরো করে মাটিতে পুঁতে ফেলা হয়। এই কাজটি সম্পন্ন করেন কক্সবাজার জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা।