আবু বক্কর সিদ্দিক, জেলা গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ইউনিয়নে অবস্থিত রামভদ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন জাপার সভাপতি মশিউর রহমান সরদারের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক আক্তার বানু, ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি রোফায়েত হোসেন, উপজেলা জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-পাঠচক্র বিষয়ক সম্পাদক মোসলেম মিয়াজী, উপজেলা জাতীয় মহিলা পার্টির যুগ্ন-আহ্বায়ক জুলহালিফা আলম, ফেরদৌসী বেগম, সদস্য মল্লিকা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সুন্দরগঞ্জে ৬ জুয়াড়ির কারাদন্ড:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৬ জুয়াড়ির ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আল-মারুফ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ প্রদান করেন। দন্ডিত জুয়াড়িরা হলেন- উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় গ্রামের কলিম উদ্দিনের ছেলে রবিজল শেখ (৫৫), আকবর আলীর ছেলে নূরুল হক (৫৬), লালচান্দের ছেলে মতিয়ার রহমান (৪৫), লাল মিয়ার ছেলে আবীর হোসেন (৫৬), মৃত আকবর আলীর ছেলে মাহাবুর রহমান (৫৭) ও আব্দুল জব্বারের ছেলে ওমর আলী (৫৮)। এরআগে গভীর রাতে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সেলিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে সোনারায় গ্রামের জনৈক হায়দার আলীর বাঁশঝাড় থেকে ৬ জুয়াড়িকে আটক করেন। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে বলে এসআই সেলিম রেজা জানিয়েছেন।
।