মোঃ আবু সাঈদ, (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর র্যাব-১৩ এর সদস্যরা অভিযান প্রায় দেড় লাখ টাকা মূল্যের ১৬৩ পিছ ফেনসিডিল সহ ২ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দক্ষিণ দামুদরপুর গ্রামের তনছের আলীর ছেলে মাসুদ রানা (২৮) এবং একই গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে আকরাম হোসেন (৩০)।
৭ এপ্রিল বিরামপুর থানা সুত্রে জানাযায, মঙ্গবার দুপুরে র্যাব-১৩ ব্যাটালিয়নের দিনাজপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর পৌর শহরের শান্তিমোড় এলাকায় অভিযান পরিচালনা করে। উপজেলার বাজার থেকে আসা ১টি ইজি বাইক দাড় করে তল্লাশী চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৬৩ বোতল ফেনসিডিল পাওয়া গেলে র্যাব ২ জন মাদক ব্যবসায়ীকে আটত করেছে।
র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তাদের সাথে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান মনির সত্যতা নিশ্চিত করে বলেন,র্যাব বাদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামীদেরকে থানায় হস্তান্তর করে, পরদিন তাদের দিনাজপুর কোর্টে পাঠানো