টানা তিন দিনে সূচক বেড়েছে ২৪৮ পয়েন্ট

0
308

খবর৭১ঃ লকডাউনের মধ্যেও উভয় পুঁজিবাজারে সূচকের বড় উত্থান লক্ষ্য করা গেছে। টানা তিন দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টকএক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২৪৮ পয়েন্ট। আলোচ্য সময়ে উভয় পুঁজিবাজারে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লকডাউনের প্রথম দিনে ডিএসইর প্রধান সূচক ছিল ৫০৮৮ পয়েন্ট। যা তৃতীয় দিনে ২৪৮ পয়েন্ট বেড়ে ৫৩৩৭ পয়েন্টে অবস্থান করছে।

জানা গেছে, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫০৮ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার তা বেড়ে অবস্থান করছে ৫৮২ কোটি ৫২ লাখ ২৯ হাজার টাকা।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৯৫৫ টাকা। যা আগের দিনের তুলনায় চার গুণ কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২১৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৯টি কোম্পানির। দর কমেছে ২৩টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৩৩৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক নয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১১ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪৪৩ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৩১৭ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৮১৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭১ পয়েন্টে। সিএসআই আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮২ পয়েন্টে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here