খবর৭১ঃ সারা দেশের মতো পর্যটন শহর কক্সবাজারেও করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় জেলার সব পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আবাসিক হোটেল, রেস্টুরেন্টসহ অন্যান্য দোকানপাট খোলা থাকবে।
১ এপ্রিল (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন কক্সবাজার জেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
তিনি বলেন, করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এই মুহূর্তে জনসমাগম এড়িয়ে চলা এবং ব্যাপক সচেতনতা বাড়ানো দরকার। যে কারণে সার্বিক দিক বিবেচনা করে কক্সবাজারের সব পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।