বাগেরহাটে স্কুলছাত্রীর আত্মহত্যা

0
437

স্টাৃফ রিপোটার,বাগেরহাট:
বাগেরহাটের শরণখোলা উপজেলায় হাফছা আক্তার (১৫) নামে একজন স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার গোলবুনিয়া গ্রামে।হাফছা আক্তার ওই গ্রামের জলিল হাওলাদারের মেয়ে। হাফছা স্থানীয় আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার ১০ শ্রেণির ছাত্রী।

হাফছা আক্তারের মা রিনা বেগম জানান, সকালে তার মেয়ে মোবাইল ফোনে কথা বলছিলো। কথা বলা শেষ হলে হাফছা আমাকে ডিম রুটি আনতে বাজারে পাঠায়। এরপর বাজার থেকে এসে দেখেন ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় হাফছার মৃতদেহ ঝুলছে। তার ধারণা কারো সাথে প্রেম গঠিত বিষয় নিয়ে মোবাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে আত্মহত্যা করেছে হাফছা।

শরণখোলা থানার ওসি সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here