একদিনে মৃত্যু ১২ হাজার, মোট আক্রান্ত প্রায় ১৩ কোটি

0
490

খবর৭১ঃ বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনাভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারিতে ২৮ লাখ ২৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ১৩ কোটি মানুষ।

গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ২৩৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩৮ হাজার ২৫১ জন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জন। আক্রান্ত হয়েছেন বিশ্বে ১২ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৪০ জন।

মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৫ হাজার ২৫৬ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২২ লাখ ২০ হাজার ৬৬৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৯৬০ জন।

রাশিয়াকে টপকে করোনা হতাহতের দিক দিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ফ্রান্স। পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। বাংলাদেশের অবস্থান ৩৪।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here