শেষ টি-টোয়েন্টিতে অধিনায়ক লিটন দাস

0
347

খবর৭১ঃ অধরা জয় তবে কী দেবে না ধরা? সফর যে শেষ হয়ে এলো। শেষ সুযোগ আজ। নিউজিল্যান্ডের সবচেয়ে জনবহুল শহর অকল্যান্ডে যদি ধরা দেয় জয়, তাহলে ২০ বছর পর ঘুচবে খরা।

২০০১ সালে নিউজিল্যান্ডে প্রথম সফরের পর এ পর্যন্ত টানা ৩১ হার টাইগারদের ললাট লিখন হয়েছে। এরমধ্যে এবারের সফরে টানা পাঁচটি। অকল্যান্ডেও একই গল্পের পুনরাবৃত্তি হলে সংখ্যাটা হবে ছয়। সেটা কী সুখপ্রদ হবে?

এমন পরিস্থিতি সামনে রেখেই জানা গেল, শেষ টি-টোয়েন্টিতে খেলছেন না অধিনায়ক মাহমুদউল্লাহ।

জানা গেছে, ঊরুর মাংসপেশির চোটে পড়েছেন মাহমুদউল্লাহ। চোট অবশ্য অতোটা গুরুতর নয়। তবে ফিটনেস পরীক্ষার উত্তীর্ণ হতে পারেননি তিনি। যে কারণে তাকে বিশ্রামে পাঠানো হয়েছে।

তাহলে নেতৃত্ব দেবেন কে?

গত ম্যাটের মতো এই ম্যাচেও নেই আরেক অভিজ্ঞ পাণ্ডব মুশফিকুর রহিম। আর ব্যক্তিগত কারণ দেখিয়ে টি-টোয়েন্টি সিরিজেই নেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

যে কারণে স্বাভাবিকভাবেই অধিনায়কত্ব এসে পড়েছে উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসের কাঁধে।

খেলছেন না পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। তার জায়গায় দলে আসতে পারেন রুবেল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here