পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিলেন ইউএনও

0
327

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:যথাযথ নিয়মনীতি অনুসরণ ও মান বজায় না রাখায় পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি বুধবার সকালে নির্মাণ কাজ পরিদর্শনে যান। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান স্টিলের সীড এর পরিবর্তে বেইজ ঢালাইয়ের কাজে কাঠের সেন্টারিং ব্যবহার করায় তাৎক্ষণিকভাবে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে পুনরায় যথাযথ নিয়ম অনুসরণ ও মান বজায় রেখে কাজ করার নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনার সহকারী প্রকৌশলী আকরাম হোসেন। উল্লেখ্য, ৪ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ৬ তলা ভবন বিশিষ্ট পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন বহুতল ভবন নির্মিত হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়নে নির্মাণ কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারী প্রতিষ্ঠান রাফিদ ট্রেডার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here