মান্দা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্বাস, সম্পাদক আপেল 

0
338
সুলতান আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মান্দা উপজেলা প্রেস ক্লাবে যুগান্তর ও জাগোনিউজ২৪ ডটকম-এর জেলা প্রতিনিধি আব্বাস আলীকে সভাপতি ও দৈনিক রাজশাহীর সংবাদ-এর মান্দা প্রতিনিধি ও আইবিএন টিভি’র জেলা প্রতিনিধি আপেল মাহমুদ হ্যাপিকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে মান্দার ফেরিঘাটে অস্থায়ী কার্যালয়ে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ- সভাপতি আব্দুল মজিদ মণ্ডল সম্রাট (বিজয় টিভি/আজকের বসুন্ধরা), বুলবুল আহমেদ (দৈনিক সকালের সময়) এবং এ বি এম হাবিবুর রহমান (স্বাধীন সংবাদ/ডেইলি সিটিজেন টাইমস), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম তুহিন (ভোরের কাগজ/রাজশাহীর আলো), যুগ্ম সম্পাদক রায়হান আলী (বাংলাদেশের আলো/ এশিয়ান টিভি), মোফাজ্জল বিদ্যুৎ (রাজশাহী পোস্ট), অর্থ সম্পাদক সুলতান আহমেদ (ডেইলি অবজারভার/স্বদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াসিম রাজু (বঙ্গটিভি/দৈনিক পরিবর্তন সংবাদ), দপ্তর সম্পাদক রওশন আলম (দৈনিক আমার সংবাদ) এবং কার্যনির্বাহী সদস্য কাজী কামাল হোসেন (দৈনিক সংবাদ/আনন্দ টিভি) ও আবু রায়হান (দৈনিক আলো প্রতিদিন)।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপিত নাজিম উদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডা. এস এম ফজলুর রহমান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমানসহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here