শফিকুল ইসলাম জয়, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে এবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে যাচাই বাছাই কমিটি। বুধবার বেলা ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। ৬ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে গেল বুধবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের নেতুত্বে কতিপয় মুক্তিযোদ্ধারা। ওই মানববন্ধনে সাংবাদিকদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিমুলক বক্তব্য পেশ করার অভিযোগ এনে তার প্রতিবাদে এক সপ্তাহের মাথায় পাল্টা এ মানববন্ধন করলেন যাচাই বাছাই কমিটির সদস্যরা ।
যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ শামছুল আলম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন যাচাই বাছাই কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ুন, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মতিয়ুর রহমান খান। অন্যান্যের মধ্যে বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, বীরমুক্তিযোদ্ধা মোয়জ্জেম হোসেন, বীরমুক্তিযোদ্ধা শাহজাদাসহ বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা অংশ নেন। ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে এক সংবাদসম্মেলন করতে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে যান। সেখানে প্রতিবাদি মুক্তিযোদ্ধাদের বসার জায়গা সংকুলান না হওয়ায় দুপুর ১২টায় ঘাটাইল উপজেলা পরিষদের হল রুমে এক সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ শামছুল আলম মনি।