সীমিত পরিসরে এবারের বাংলা নববর্ষ উদযাপন

0
294

খবর৭১ঃ করোনাভাইরাস মহামারীর বিরূপ পরিস্থিতির কারণ এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবছর অত্যন্ত সীমিত পরিসরে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন করা হবে।

পহেলা বৈশাখে চারুকলা অনুষদ চত্বর ১০০ জনর একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আয়াজন করা হবে।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদ চত্বরই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে যথাযথভাব স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখত হবে।

সোমবার (২৯ মার্চ) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ঢাকা বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. মা. আখতারুজ্জামানর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, চারুকলা অনুষদর ডিন অধ্যাপক নিসার হাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মা. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মা. নিজামুল হক ভূইয়াসহ বিভিন্ন অনুষদর ডিন, বিভিন হলর প্রভাস্ট, সিনেট-সিন্ডিকট সদস্য এবং প্রক্টরিয়াল টিমর সদস্যরা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here