একদিনের ব্যবধানে করোনা নেগেটিভ আশরাফুল

0
519
আশরাফুল

খবর ৭১: বরিশাল বিভাগের স্কোরবোর্ড দেখে আফসোস করছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম ইনিংসে তার দল অল আউট মাত্র ৮২ রানে। তিনি থাকলে কিছুটা হলেও রান বাড়ত!

রোববার করোনা পজিটিভের ফল পাওয়ায় আজ তার মাঠে নামা হয়নি। তবে একদিনের ব্যবধানে দ্বিতীয় পরীক্ষায় তার করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে। তাইতো আফসোসে পুড়ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। রাতের মধ্যে রিপোর্ট পেয়ে গেলে হয়তো আজ সকালে মাঠে নামতে পারতেন। দলের ব্যাটিং বিপর্যয়ে কিছুটা হলেও হাল ধরতে পারতেন।

তিনি বলেন, ‘সকাল ১১টার পর রিপোর্ট পেয়েছি। নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ। রাতে রিপোর্ট পেয়ে গেলে হয়তো আজ ম্যাচ খেলা যেত। এখন কিছু করার নেই অবশ্যই। তৃতীয় রাউন্ডে আবার মাঠে নামবো।’

করোনার কোনো উপসর্গ ছিল না আশরাফুলের। বিশ্বাস ছিল প্রথম রিপোর্টটি ভুল এসেছিল। এ জন্য নিজের ব্যবস্থায় দ্বিতীয় টেস্ট করান। সেই রিপোর্টের ফলে তিনি সন্তুষ্ট। মিরপুরের হোটেলের প্রিন্সে আইসোলেশনে ছিলেন তিনি। সকালে চেক আউট করে গিয়েছেন বিকেএসপিতে। সেখানে দলের সঙ্গে থেকে তিন রাউন্ডের জন্য প্রস্তুতি নেবেন।

প্রথম রাউন্ডে মাঠে নামলেও ব্যাট হাতে ভালো করতে পারেননি। প্রথম ইনিংসে ৪৮ ও দ্বিতীয় ইনিংসে ১ রান করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here