আংশিক মুক্ত সুয়েজ খাল

0
390

খবর ৭১: সপ্তাহ পর আংশিক মুক্ত হয়েছে সুয়েজ খাল। স্থানীয় সময় সোমবার ভোরে জাহাজটিকে পানিতে ভাসাতে সক্ষম হন উদ্ধারকারীরা। তবে কখন থেকে পুনরায় রুটটি খুলবে সে বিষয়ে কিছু জানানো যায়নি।

বিবিসি ও দ্য অস্ট্রেলিয়ান ডট কম জানিয়েছে যে, জাহাজটিকে পুনরায় পানিতে ভাসাতে টাগবোট ও ড্রেজারের মাধ্যমে দীর্ঘ প্রচেষ্টা চালানো হয়েছে। অবশেষে জাহাজটিকে ভাসানো গিয়েছে।

মেরিটাইম সার্ভিসেস প্রোভাইডার ইনচেকপ শিপিং এক টুইটবার্তায় জানিয়েছে, এভার গিভেনকে সফলভাবে পুনরায় ভাসিয়ে দেয়া হয়েছে। সেটিকে এই মুহূর্তে সুরক্ষিত করা হচ্ছে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে অপেক্ষা করতে হবে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে, টাগবোটগুলো এখন জাহাজটিকে সোজা করার কাজ করছে। শিগগিরই বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ খুলে দেয়া হতে পারে।

সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবি বলেছেন, খালের পূর্ব পাড় থেকে তাইওয়ান ভিত্তিক এভারগ্রিন পরিচালিত জাহাজটির ১,৩০০ ফুটের ধনুকটি ভেঙে ফেলা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালকে ওসামা রাবি বলেন, এটি একটি সুসংবাদ। কাজ এখনো শেষ হয়নি তবে এটি সরানো গিয়েছে।

বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত এই পথটির দুইপাশে ৩৬৯টি জাহাজ পারাপারের অপেক্ষায় আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here