মুক্তিপণ না দেয়ায় বাড়িওয়ালার ছেলেকে হত্যা

0
261

খবর৭১ঃ

বাড়িওয়ালার ছেলেকে অপহরণের পর মুক্তিপণ না পাওয়ায় রাজা নামে ৯ বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে ভাড়াটিয়া দম্পতির বিরুদ্ধে। হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে চার তলা ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয়া হয়। ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ায়।

রবিবার রাত ১০টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় কালাম মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় রাজাকে অপহরণ করেন ভাড়াটিয়া দম্পতি। পরে রাজার মুক্তিপণ হিসাবে ৫০ লাখ টাকা দাবি করেন তারা। টাকা না দেয়ায় অপহরণকারীরা রাজাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে বাড়ির চারতলা ছাদ থেকে ফেলে দেয়। ঘটনার পরপর স্বামী পালিয়ে গেলেও স্ত্রীকে আটক করে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একইসঙ্গে আরিফের স্ত্রী লিজাকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here