তালা (সাতক্ষীরা) প্রতিনিধি, সাতক্ষীরা তালায় দুই দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রুপকল্প ২০৪১ উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ সেমিনার সমাপনি হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সমাপনি অনুষ্ঠানে রবিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার ভূমি এস এম তারেক সুলতান,তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল,উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি,শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ইনামুল ইসলাম প্রমুখ।