জাতীয় পার্টির সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ৩০ মার্চ

0
422
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব হলেন যারা

খবর ৭১ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালা উদযাপন করবে জাতীয় পার্টি। এ উপলক্ষে আগামী ৩০ মার্চ বিকেল ৩টায় যমুনা ফিউচার পার্ক-এর কনভেনশন সেন্টারে বছরব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।

এ উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন জাতীয় পার্টি মহাসচিব ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ বাবলু। অনুষ্ঠেয় আলোচনা সভায় অংশ নেবেন জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।

জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক ও জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা শেরিফা কাদের এর নির্দেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা পরিবেশন করবে জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যবৃন্দ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here