রাজধানীর একাধিক স্পটে হেফাজতের মিছিল

0
310

খবর৭১ঃ সংগঠনের একাধিক কর্মী নিহতের প্রতিবাদে ডাকা রবিবারের হরতাল চলাকালে রাজধানীতে বিভিন্ন জায়গায় মিছিল করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসব মিছিলে কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।

হরতালের সমর্থনে সকাল থেকেই রাজধানীর চিটাগাং রোড, মোহাম্মদপুর, উত্তরা, লালবাগ, কামরাঙ্গীরচরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে মিছিল বের করতে দেখা গেছে।

মোদিবিরোধী আন্দোলনে সংঘর্ষে পাঁচ হেফাজতকর্মী নিহত হওয়ার ঘটনায় রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজতে ইসলাম। তাদের হরতালে সমর্থন দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ বেশ কিছু ইসলামি রাজনৈতিক দল।

হেফাজতের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সকালে মোহাম্মদপুর এলাকায় মিছিল বের করা হয়। এসময় মিছিলকারীরা সেখানে সড়ক অবরোধ করে অবস্থান নেয়।

সেখানে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ঢাকা মহানগর হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন অংশ নেন।

সকালে লালবাগ মাদ্রাসার ছাত্ররাও হরতালের সমর্থনে মিছিল বের করে। কামরাঙ্গীরচরেও মিছিল বের করে মাদ্রাসার শিক্ষার্থীরা।

চিটাগাং রোডে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে হেফাজতের কর্মীরা। আশপাশের মাদ্রাসার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। মিছিলও বের করেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here