করোনায় একদিনে মৃত্যু প্রায় ১০ হাজার

0
301

খবর৭১ঃ বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনাভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি।এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭২ লাখের বেশি মানুষ। গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৭৬০ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮০ হাজার ৯৭ জন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ৮৯ হাজার ৬২৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বে ১২ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৩৯৪ জন।

মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৯ লাখ ১৭ হাজার ১৩০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬২ হাজার ১২ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৪ লাখ ৯০ হাজার ৩৬২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ১০ হাজার ৬৯৪ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৯ লাখ ৭১ হাজার ৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ৫৮৬ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ফ্রান্স। বাংলাদেশের অবস্থান ৩৪।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here