খবর৭১ঃ বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সরকারপ্রধানের ধারণকৃত ভাষণটি সম্প্রচার শুরু হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ফেসবুকে বিভিন্ন পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে ভাষণটি সম্প্রচার করা হচ্ছে।
ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং মহান শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাসহ যাদের ত্যাগে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে তাদের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সরকারপ্রধান।
এর আগে গত ৭ জানুয়ারি বর্তমান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।