গোবিন্দগঞ্জে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩

0
362

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে বিস্ফোরক জনিত কারণে বাড়িওয়ালাসহ ৩ ব্যক্তি নিহত হয়েছেন। তবে, কি ধরণের বিস্ফোরক দ্রব্য তা বোমা বিশেষজ্ঞ দল নির্ণয়ের জন্য নীরিক্ষা করছেন।
জানা যায়, বুধবার বিকেলে উক্ত গ্রামের জনৈক বোরহান উদ্দিনের বসত বাড়ির একটি ঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বাড়িওয়ালা সোবহান মিয়া (৪০), পার্শ্ববর্তী কবির হোসেনের পুত্র ওহেদুল মিয়া (২৮) ও অজ্ঞাত নামা আরও এক ব্যক্তিসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন।
থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, কি ধরণের দ্রব্য বিস্ফোরণ হয়েছে; তা নির্ণয়ের প্রক্রিয়াধীন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে, পরিবারটি কোন রাজনৈতিক মতদর্শের হতে পারে তা এখনো জানা যায় নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here