সৈয়দপুরে রেল কর্মচারীকে পিটিয়ে ৩২ হাজার টাকা ছিনতাই

0
265

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহরে দিনেদুুুপুরে রেলওয়ে কারখানার কর্মচারী মো. সিরাজুল হককে মারপিট করে ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। গতকাল বুধবার  দুপুরে শহরের শহীদ তুলশীরাম সড়কে অগ্রণী ব্যাংকের সামনে পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিরাজুল হক চন্দন সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করেন।
থানায় লিখিত অভিযোগে বলা হয়, সৈয়দপুর রেলওয়ে কারখানার মিলরাইট সপে মিস্ত্রি পদে কর্মরত মো. সিরাজুল হক (৫৫)। তিনি ঘটনার দিন গতকাল বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে শহরের শহীদ তুলশীরাম সড়কের অগ্রণী ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখা থেকে ৩২ হাজার টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হন। এ সময় উল্লিখিত সড়কের উপর দাঁড়িয়ে থাকা শহরের কুন্দল এলাকার মৃত. বছির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম পূর্ব শত্রুতার জের ধরে তাকে আটক করে প্রথমে অশ্লীল ভাষায় গালমন্দ ও পরে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে তাঁর পকেটে থাকা ৩২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে মুখমন্ডলে আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মক আহত হয়ে সিরাজুল হক সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসা নেন। আর এ ঘটনায় তিনি বাদী হয়ে শহরের কুন্দল এলাকার মৃত. বছির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিমের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
সৈয়দপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোছা. জেসমিন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেন। (ছবি আছে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here