শুক্র ও শনিবার রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

0
296

খবর৭১ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের চলাচলের জন্য আগামী ২৬ ও ২৭ মার্চ শুক্র ও শনিবার ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কসমূহে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওই দুই দিন কিছু সময়ের জন্যে সড়কে যান চলাচল বন্ধ থাকতে পারে বলেও জানিয়েছে পুলিশ।

বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সাময়িক এই অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ১০ দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা বাংলাদেশে এসেছেন। ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন। পরদিন ঢাকার বাইরে কয়েকটি প্রোগ্রাম সেরে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here