উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে করোনা ভাইরাস মোকাবেলাসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত ছাড়াও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম-বার।
দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, সমাজসেবক গোলাম মোর্ত্তজা স্বপন, লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম, নড়াইল পৌরসভার কাউন্সিলর ইপি রানীসহ বিভিন্ন পেশার মানুষ।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ইমাম, পুরোহিত, শিক্ষকসহ সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। বিশেষ করে ধর্মীয় সভা-সমাবেশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানিমূলক লেখা বা মন্তব্য করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।