মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে চুনারুঘাটে বিভিন্ন নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায় ২৫টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় প্রায় আড়াই হাজার ফুট পাইপও পুড়িয়ে বিনষ্ট করা হয়। পাশাপাশি সাড়ে ৩৪ হাজার ঘনমিটার বালু জব্দ করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব ধ্বংস করেন।তিনি জানান, দীর্ঘদিন ধরে কয়েকটি চক্র চুনারুঘাট উপজেলার বিভিন্ন নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। মঙ্গলবার বিকেলে উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও চা বাগানএলাকায় অভিযান চালানো হয়। এ সময় জমি ও নালা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় ২৫টি ড্রেজার মেশিন ও আড়াই হাজার ফুট পাইপ জব্দ করা হয়। পরে এগুলো আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় সাড়ে ৩৪ হাজার ঘনমিটার বালু জব্দ করা হয়েছে।তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।