খালেদ হাসান, বগুড়া: সমাজ থেকে সকল অবক্ষয় রোধে সচেতন সবাইকে এগিয়ে আসতে হবে, বললেন এডিঃ এসপি ফয়সাল মাহমুদ। বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে বারপুর বাঁশবাড়িয়া গ্রামে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্যবিবাহ বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে নিশিন্দারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ১০ নং বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুল মালেক এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক সন্ত্রাস বাল্যবিবাহ ও যৌন হয়রানী বন্ধে জেলা পুলিশ বদ্ধপরিকর, পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন। তথ্য দিন সেবা নিন। সমাজ থেকে সকল অপরাধ দূর করতে সচেতন সকলকে এগিয়ে আসতে হবে, গড়তে হবে সামাজিক প্রতিরোধ। পুলিশকে আপন ভাবতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী জিলহক হোসেন, নুর আজম বাবু, নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রওশন আলী আলো, সাধারণ সম্পাদক শাফায়াত সজল, ইউপি সদস্য মোজাফফর হোসেন, ইউপি সদস্যা স্বপ্না বেগম, সহকারী বিট ইনচার্জ সোহেল রানা, সমাজ সেবক জাহাঙ্গীর আলম শাহ, একরাম হোসেন মন্ডল, আব্দুল বাসেদ মাস্টার, আব্দুল মান্নান আকন্দ, মোফাজ্জল হোসেন প্রমুখ।
ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক জানিবুল হক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সদস্য রসুল খন্দকার, সৈয়দ মিরাজ জুলফুল, রাকিব হাসান, জুয়েল হাসান, জনি ইসলাম, তাজুল ইসলাম, লিটন মিয়া, মেহেদী হাসান, ইউনুস আলী, মুন্টু মিয়া, মিম আক্তার, সুমাইয়া খাতুন প্রমুখ