খবর ৭১: বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান মাওয়া কর্তৃক কান্দিপাড়া মাওয়া মাছের আড়ৎ সংলগ্ন বোট ঘাঁট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় দুই হাজার কেজি জাটকাসহ একটি স্পীড বোট জব্দ করা হয়। আজ রবিবার (২১ মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকায় একটি স্পীড বোটে থাকা ১৩ টি গ্যালন থেকে ১,৯৫০ কেজি জাটকা জব্দ করা হয়। উক্ত অভিযানে জাটকার প্রকৃত মালিককে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত স্পীড বোটটি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থঃদের মাঝে বিতরণ করা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে।