বোচাগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি : নির্বাচন কমিশনের তফসিল ঘোষনা অনুযায়ী সারা বাংলাদেশের ৬ষ্ঠ ধাপের পৌরসভার নির্বাচন আগামী ১১ এপ্রিল ২০২১ অনুষ্ঠিত হাতে যাচ্ছে তারই ধারাবাহিকতায় বোচাগঞ্জ উপজেলার,সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ছিল ১৮ই মার্চ ২০২১। বোচাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে আজ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ তাখায় উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। তথ্য অনুযায়ী সেতাবগঞ্জ পৌরসভার মেয়র পদে সর্বশেষ ৫ জন প্রার্থী তারা হলেনঃ
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত,
১।মোঃ আসলাম,
কমিনিউষ্ট পার্টির মনোনিত প্রার্থী –
২।কমরেড মোঃ রশিদুল ইসলাম।
স্বতন্ত্র প্রার্থীরা হলেন যথাক্রমে-
৩।মোঃ হাবিবুর রহমান দুলাল
৪।মোঃ নাহিদ পাশা চৌধুরী
৫।মোছাঃ নাজমুল নাহার মুক্তি
আজ বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মেয়র পদপ্রার্থীগন উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার, ছন্দা পালের নিকট জমা দেন। অন্যদিকে সেতাবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডগুলো মধ্যে কাউন্সিলর পদপ্রার্থী সর্বমোট ৪৫ এবং ৩টি মহিলা সংরক্ষিত আসনের মধ্যে আগ্রহী প্রার্থী সর্বমোট ১২জন তাদের মনোনয়পত্র দাখিল ও জমা দিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ শামসুল আযম এর হাতে। দীর্ঘ সময়ের পর সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠীত হওয়ায় সাধারন জনগনের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ করা যাচ্ছে।