রাব্বুল ইসলাম , ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় ৫টি টিনের চিমনির ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা খাতুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
উচ্ছেদ করা ইটভাটাগুলো হলো,মহেশপুর পৌর এলাকায় র্যাডো ব্রিকস,মনি ব্রিকস,গুড়দাহ বাজারে জেবিএম ব্রিকস, শ্যামকুড়ে সীমান্ত ব্রিকস,পদ্মপুকুরে রাফিজ ব্রিকস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে অভিযান শুরু হয়। অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেয়। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া এসব অবৈধ ইটভাটায় তৈরি কাঁচা ইট রোলার মেশিনের সাহায্যে গুঁড়িয়ে দেয়া হয়।