দেশে এলো মওদুদ আহমদের মরদেহ

0
221

খবর৭১ঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ দেশে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।

মওদুদের মরদেহের সঙ্গে তার স্ত্রী হাসনা মওদুদ এসেছেন। তার মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মওদুদ আহমদের মরদেহ বিমানবন্দর থেকে নিয়ে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে। আগামীকাল শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ রাজধানীতে কয়েক দফা নামাজে জানাজা শেষে তার মরদেহ নোয়াখালীর কোম্পানীগঞ্জে নেয়া হবে। সেখানে দুই দফা জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

গত মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান এই প্রবীণ রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর। তার মৃত্যুতে আগামীকাল শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছে বিএনপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here