পাইকগাছায় গভীররাতে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য আহত

0
330

আমিনুল ইসলাম বজলু,পাইকগাছা (খুলনা): পাইকগাছায় গভীর রাতে এক ইউপি সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে। আহত ইউপি সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম সরদার সোমবার রাতে ভিলেজ পাইকগাছা গ্রামস্থ নিজ বাড়ীতে অবস্থান করছিল। রাত পৌনে দুই টার দিকে বাথরুমে গেলে সেখান থেকে ফেরার সময় দুইজন অজ্ঞাত ব্যক্তি মেম্বর কাশেম এর উপর হামলা করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মেম্বরকে উদ্ধার করে ওই রাতেই উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে ওসি এজাজ শফি জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এই হামলার সাথে জড়িত রয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে পুলিশী চেষ্ঠা অব্যহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here