খবর৭১ঃ
৫০ বছরে বাংলাদেশের যেভাবে উন্নতি করেছে তা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
বুধবার বিকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি।
কানাডার প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের উন্নতি প্রশংসার দাবিদার। বাংলাদেশের অগ্রযাত্রায় ভবিষ্যতেও পাশে থাকবে কানাডা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কথা ভেবেছিলেন বলেই তার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে বলে ভিডিও বার্তায় জানান জাস্টিন ট্রুডো।
এর আগে বিকাল সাড়ে চারটায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান শুরু হয়। দশ দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন আজ।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ধরা হয়েছে- ‘ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়’। বাংলাদেশের অগ্রযাত্রার এ থিমে জাতীয় প্যারেড গ্রাউন্ড এলাকায় গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি উন্নয়নের নানা দিকও ফুটিয়ে তোলা হয়েছে।
বাঙালির ইতিহাসের অনন্য এই উদযাপনের মুহূর্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালিহ্।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির দিনে অর্থ্যাৎ ২৬ মার্চ জাতীয় পর্যায়ে দশ দিনের অনুষ্ঠানমালা শেষ হবে। জাতীয় প্যারেন্ড গ্রাউন্ডে দশ দিনের এই অনুষ্ঠানমালার পাঁচ দিনের আয়োজনে যোগ দেবেন প্রতিবেশী পাঁচ দেশের রাষ্ট্রপতি ও সরকার প্রধান।