ঠাকুরগাঁও প্রতিনিধিঃ অবৈধভাবে ইট প্রস্তুত ও সরবরাহ করছে ঠাকুরগাঁও সদর উপজেলার,০৭নং চিলারং ইউনিয়নের লক্ষ্মীপুর, নেংড়ীহাট,পাহাড় ভাঙ্গা এলাকার, মেসার্স জে এম এস ব্রিকস্ নামে একটি ইটভাটা। কাগজে-কলামে উন্নতমানের কয়লায় পোড়ানো ইট দেখানো হলেও সরেজমিনে গিয়ে দেখা যায়,সরকারের কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই কাঠ ও গাছের গুড়ি পুড়িয়ে ইট প্রস্তুত করছেন তারা। সেই ইট আবার ভোক্তাদের মাঝে বিক্রি করছেন কয়লায় পুড়ানো উন্নত মানের ইট হিসেবে। তাই একদিকে যেমন ভোক্তারা প্রতারিত হচ্ছেন, অন্যভাবে পরিবেশ ও প্রকৃতির উপর এর বিরূপ প্রভাব পড়ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সম্পর্কে জানতে চাইলে ওই ভাটার ম্যানাজার প্রথমে বলে তাদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে। পরবর্তীতে ছাড়পত্র দেখাতে না পেরে তিনি বলেন, আমরা ছাড়পত্রের জন্য আবেদন করেছি পরিবেশ অধিদপ্তরে, এখন পর্যন্ত আমরা কোন ছাড়পত্র পাইনি। ভাটার চারপাশে ঘুরে দেখা যায় আবাদি জমি ও ফসলের মাঠ। উক্ত ইট ভাটাটির কারণে ফসলের মাঠ নষ্ট হচ্ছে বলে জানান এলাকার কৃষকরা।
এই বিষয়ে জে এম এস ব্রিকস্ ইটভাটার মালিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রিপোর্টটি করতে নিষেধ করেন।
অন্যদিকে পরিবেশ অধিদপ্তর রংপুর এর উপ-পরিচালক মেজবাবুল মুঠোফোনে বললে,আমরা ঠাকুরগাঁওয়ে আমাদের অভিযান চলমান রয়েছে ধারাবাহিকভাবে ওই ইটভাটায় আমরা অভিযান পরিচালনা করব।