খবর ৭১: শুক্রবার সিজার এওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে পুরো নগ্ন হয়ে হাজির হন অভিনেত্রী কোরিনে মাসিয়েরোর বয়স ৫৭ বছর। তার শরীরের সামনে পিছনে রক্তের রঙে বার্তা লিখেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পিদের পারফরমেন্স বন্ধ করে রাখার ধারা বাতিল করতে হবে সরকারকে- এ দাবিটি বিক্ষোভকারীরা অনেকদিন ধরেই জানিয়ে আসছেন। একই সঙ্গে করোনায় বিধ্বস্ত শিল্প জগতের প্রতি সরকারকে সমর্থন দেয়ার আহ্বান জানানো হয়েছে। কমপক্ষে ৯টি শহরে শুক্রবার অনেক থিয়েটার এমন বিক্ষোভকারী তাদের দখলে নেন। অন্যদিকে প্যারিসের লেফট ব্যাংকে অবস্থিত ওডিঅন থিয়েটারে অষ্টম দিনের মতো অবস্থান ধর্মঘট চলছিল। এসব ক্ষোভ, হতাশার খবর শুক্রবারের পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রাধান্য বিস্তার করে ছিল। এতে মাসিয়েরোর সঙ্গে অন্যরা পরে যোগ দেন ফরাসি সরকারের প্রতি আহ্বান জানাতে। ‘দ্য গার্ল উইথ ব্রেসলেট’ ছবির জন্য সেরা স্ক্রিনপ্লে’র সিজার পুরষ্কার নেন স্টিফেন ডেমোস্তিয়ে। তিনি বলেছেন, আমাদের ছেলেমেয়ে জারা’য় (শপিং সেন্টার) যেতে পারে। কিন্তু সিনেমায় যেতে পারে না। এ এক অসামঞ্জস্যতা। ‘মিস্ট্রেস অব সিরিমনিজ’-এর মেরিনা ফোইস সরাসরি সংস্কৃতিমন্ত্রী রোজেলিন ব্যাচেলেটের প্রতি আহ্বান জানান থিয়েটার, সিনেমা হল খুলে দেয়ার। তিনি কৌতুক করে বলেন, মন্ত্রী ম্যাডাম ব্যাচেলেট কিছুই করেননি। মন্ত্রী আপনি একটি বই প্রকাশ করেছেন আপনার পাস্তার রেসিপি দিয়ে। আমাদেরকে একত্রিত করতে পারে যেসব জিনিস, তা আমরা মিস করছি।