খবর৭১ঃ সরকারি হাসপাতালে অক্সিজেন সংকটে ৬ রোগীর মৃত্যু হওয়ায় পদত্যাগ করেছেন জর্ডানের স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবেইদাত। শনিবার দেশটির রাজধানী আম্মানের কাছে অবস্থিত সল্ট সরকারি হাসপাতালে ঘণ্টাব্যাপী অক্সিজেন সংকট দেখা দেয়। যার ফলেই এসব রোগীর মৃত্যু হয়। খবর আল জাজিরার
খবরে বলা হয়েছে, অক্সিজেন সংকটের কারণে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র, প্রসূতি ইউনিট ও করোনা ওয়ার্ডে বেশ কয়েকজন রোগীর গুরুতর অবস্থার সৃষ্টি হয়। এই ঘটনার পর প্রধানমন্ত্রীর আহ্বানে পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী।
অক্সিজেন সংকটের কারণে রোগীর মৃত্যু ঘটনায় হাসপাতালের বাইরে বিক্ষোভ করে ক্ষুব্ধ স্বজনরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।
জর্ডানের প্রধানমন্ত্রী বিশের আল খাসাওনেহ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। ক্ষুব্ধ স্বজনদের সান্ত্বনা দিতে হাসপাতালে আসেন রাজা দ্বিতীয় আব্দুল্লাহ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসপাতালের পরিচালককে সাসপেন্ডের নির্দেশ দিয়েছেন।