র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

0
514

স্টাফ রিপোটার,বাগেরহাট: খুলনা র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল বাগেরহাটের সুগন্ধি গ্রামে অভিযান চালিয়ে ৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক বিক্রেতাকে আটক করেছে। বুধবার সকালে বাগেরহাট মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলো, বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের বায়েজিদ হাসান (২৩) ও পার-কুরশাইল গ্রামের জিন্নাত আলী শেখ (৬৩)।

খুলনা র‌্যাব-৬ এর সহকারি পরিচালক(মিডিয়া) এএসপি মাহবুব আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি মাদ্রাসার মাদ্রাসার পাশ থেকে এ দুজনকে আটক করা হয়। তাদের নিকট থেকে ৩৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে জেলার মোড়েলগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৫৫ পিচ ইয়াবা ও গাজাসহ দুইজন খুচরা মাদক বিক্রেতাকে আটক করেছে।

থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে এ দুইজনকে মাদকসহ আটক করা হয়। এ ছাড়াও এ অভিযানে আরো দুজন ওয়ারেন্টেড আসামিকে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here