বাগেরহাটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নের প্রতিবাদে আইডিইবি’র মানববন্ধন

0
474

স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (এিনবিসি)-২০২০ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নের প্রতিবাদে ও অসামঞ্জস্যতা সংশোধনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) বাগেরহাট জেলা শাখার আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। আইডিইবি বাগেরহাট জেলা শাখার সভাপতি খন্দকার আঃ ছালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইডিইবি এর সাধারন সম্পাদক মোঃ আঃ রহমান,জনস্বাস্থোর নির্বাহী প্রকৌশলী মোঃ ইসমাঈল হোসেন, বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ,সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সনৎ কুমার সাহা, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ রোকনুজ্জামান, প্রকৌশলী মোঃ আতাউর রহমান,মোঃ রিপন মিঞা ,আশীষ সাহা, বাইজিত হোসেনসহ জেলার বিভিন্ন বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্সে অধ্যায়নরত ছাত্র ও শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা,ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঠিক মূল্যায়ন,অসামঞ্জস্যতা সংশোধনসহ ৩ দফা বাস্তবায়নের দাবী জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here