খবর৭১ঃ দেশে করোনাভাইরাসের টিকা নিয়েছেন প্রায় ৪১ লাখ ১৯ হাজার মানুষ। আর নিবন্ধন করেছেন সাড়ে ৫৩ লাখের বেশি মানুষ।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত ৫৩ লাখ ৬১ হাজার ৭৭৮ জন করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে ৪১ লাখ ১৮ হাজার ৯৫৩ জন মানুষ টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহণকারীদের মধ্যে ২৬ লাখ ২৬ হাজার ২৬৫ জন পুরুষ এবং ১৪ লাখ ৯২ হাজার ৬৮৮ জন নারী রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক লাখ চার হাজার ৯৯০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৭৫৯ এবং নারী ৩৯ হাজার ২৩১ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১২ লাখ ৯৮ হাজার ৩৬০ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ছয় লাখ ৫১ হাজার ৭৭১ জন, ময়মনসিংহ বিভাগে এক লাখ ৭৫ হাজার ১৭০ জন, চট্টগ্রাম বিভাগে আট লাখ ৬১ হাজার ৩৪৬ জন, রাজশাহী বিভাগে চার লাখ ৪৭ হাজার ৫০১ জন, রংপুর বিভাগে তিন লাখ ৭৯ হাজার ২৫৪ জন, খুলনা বিভাগে পাঁচ লাখ ৩৯ হাজার ৯২৯ জন, বরিশাল বিভাগে এক লাখ ৮৬ হাজার ৬২১ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ৩০ হাজার ৭৭২ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়।