মমতাকে ধাক্কা, মাথা-পায়ে চোট

0
285

খবর৭১ঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নন্দীগ্রামের রেয়াপাড়ায় নির্বাচনী প্রচারণার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। তৃণমূল নেত্রীর মাথায়, কপালে এবং পায়ে চোট লেগেছে। এ ঘটনার পর মুখ্যমন্ত্রীকে কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে|

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নন্দীগ্রামে নিজের মনোনয়নপত্র জমা দিয়ে বুধবার প্রচারণায় নামেন মমতা। একটি মন্দিরে পূজা দিয়ে বেরোনোর সময় চার-পাঁচজন মিলে মমতাকে ধাক্কা মেরে ফেলে দেন। এ ঘটনায় আহত মূখ্যমন্ত্রীকে প্রচার বন্ধ রেখে কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে।

তৃণমূল নেত্রী অভিযোগ করেছেন, গোটা ঘটনায় ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসেবেই চার-পাঁচজন মিলে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here