পাইকগাছার একাধিক মামলার আসামী হালিম শিকারী আটক

0
225

আমিনুল ইসলাম বজলু,পাইকগাছা (খুলনা): পাইকগাছা একাধিক মামলার আসামী আলোচিত হালিম শিকারী (৪৪)কে আটক করেছে থানা পুলিশ। রোববার সকালে নিজ এলাকা থেকে তাকে আটক করে। আটক হালিম শিকারী উপজেলার গড়াইখালী ইউনিয়নের হোগলারচক গ্রামের বাসিন্দা। হালিমের বিরুদ্ধে পাইকগাছা-কয়রা ও ডুমুরিয়া সহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, বন আইন ও চাঁদবাজী সহ একাধিক মামলা রয়েছে। বিভিন্ন মামলা থেকে জামিনে এলাকায় এসে চাঁদাবাজী সহ নানা অপকর্মে পুনরায় জড়িয়ে পড়ায় এলাকাবাসী হালিমের বিরুদ্ধে থানায় গত বৃহস্পতিবার গণ স্বাক্ষরিত অভিযোগ দায়ের করে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে হালিম শিকারীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি এজাজ শফী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here