মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার গ্রামে হাবিলদারবাসা ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে শর্ট ফোর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (৭ মার্চ) বিকেলে ফাইনাল খেলার উদ্বোধন করেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কালাচাঁদ চৌধুরী। ইয়াং স্টারের সদস্য অনি ও মাহাদীর যৌথ সঞ্চালনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আরিফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান কামরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মরহুম আবু ছালেক কোম্পানির সুযোগ্য পুত্র এবং রিয়াজুল হাছান ব্রিকস ম্যানুফেকচারিং (আর.বি.এম) এর পরিচালক কামরুল হাসান মুরাদ, রংধনু ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি আজাদ হোসেন, সাংবাদিক রেদোয়ান হোসেন জনি, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, শামীম ওসমান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য অনি, শাহীন আলম, শাকিব, মাহাদী প্রমুখ।
ফাইনাল খেলায় আইকনিক সেভেন বনাম আজমনগর ক্রীড়া সংঘের মাঝে খেলায় ১-০ গোল ব্যবধানে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা জিতে এ.এম ইয়াং স্টার-৭।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে আইকনিক সেভেন বনাম আজমনগর ক্রীড়া সংঘ। ফলাফলে আইকনিক সেভেন ২ ইউকেটে জয়লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আরিফ।
খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।