উপজেলা প্রশাসনের উদ্যোগে কোটচাঁদপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন।

0
407

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ

৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ভাষন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ই মার্চ) সকালে দলীয় কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেচ্ছা মিকি, পৌরসভার নবনির্বাচিত মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, ৫ নং এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হারুন উর রশিদ, সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাঈমুর রহমান সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ,পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ, দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনরা।

আলোচনার পূর্বে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ম্যুড়ালিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here